র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, মুশফিক-শান্তদের অবনতি

১৮ ঘন্টা আগে
আইসিসি বুধবার (২ জুলাই) তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সাপ্তাহিক হালনাগাদে সুসংবাদ পেয়েছেন শুধু বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মুশফিক-শান্তদের।

গল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছিলেন শান্ত-মুশফিকরা। তবে কলম্বো টেস্টে ভালো করতে পারেননি। ফলে নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ পিছিয়ে এখন ৩৪তম স্থানে নেমে গেছেন। মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৯তম, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪১তম, মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে ৫২তম এবং মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে এখন ৫৫তম স্থানে রয়েছেন। তবে উন্নতি হয়েছে লঙ্কার ব্যাটারদের। কলম্বো টেস্টে শতক হাঁকিয়ে ১৪ ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে উঠে এসেছে নিসাঙ্কা।


তবে বোলারদের মধ্যে উন্নতি করেছেন তাইজুল ইসলাম। কলম্বো টেস্টে পাঁচ উইকেট নেয়া তাইজুল দুই ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন।


আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ! 
 

The pink ball was doing enough on its own' - Josh Hazlewood recalls India's  shocking 36 all-out the last time they met Australia in a pink-ball Test |  Sporting News Australiaর‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে জশ হ্যাজেলউডের।


এদিকে আরও তিনটি টেস্ট সিরিজ চলছে। ইংল্যান্ড-ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট হাতে ভালো করায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১০তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়াও অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও বড় লাফ দিয়েছেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। ১১ ধাপ এগিয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে রয়েছেন তিনি।


দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডার এবং করবিন বশ বড় লাফ দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল ও রস্টন চেজ ফিরেছেন যথাক্রমে ৮০ ও ৮৫তম স্থানে।


ব্রিজটাউন টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে জশ হ্যাজেলউড এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। 

]]>
সম্পূর্ণ পড়ুন