বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে র্যাঙ্কিং পদ্ধতিতে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।
তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।
বিএনপিসহ অন্যান্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যাস্ত করতে চায়।
আরও পড়ুন: ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের
]]>