যৌন নির্যাতনের অভিযোগে ২ মাদ্রাসাশিক্ষক জেলহাজতে

৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক দুই মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার (১৩ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাব্বির বাবু বিষয়টি নিশ্চিত করেন।


গোমস্তাপুর থানার এসআই আবু সাব্বির বাবু জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুরে অবস্থিত একটি মাদরাসার দুজন শিক্ষক মাদরাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিল। বিষয়টি ছাত্ররা তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা শনিবার গোমস্তাপুর থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনিবারই আটক করে।


আটক দুই শিক্ষক হলেন- উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম ও পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন।


আরও পড়ুন: নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার


এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক করে, রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন