যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

৩ সপ্তাহ আগে
যৌতুকের জন্য রংপুরে রেজোয়ানা দিল আফরোজ (২২) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা পর পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।


শনিবার (১৪ জুন) রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।


শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ওই গৃহবধূ ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


জানা গেছে, তিন বছর আগে তার বিয়ে হয় রংপুরের সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে। তাদের দেড় বছরের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন: নড়াইলে ঝোপঝাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের সময় পাঁচ লক্ষ টাকা উপহার দেয়া হলেও বিয়ের পর থেকেই রেজোয়ানা নির্যাতনের শিকার হন। গত ৫ জুন যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা মারধর করেন এবং ৮ জুন বিকেলে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।


রেজোয়ানার বাবা রেজাউল করিম বলেন, ‘আমার মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শ্বশুর-শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে, কেউ আগুন নেভাতে আসেনি। পরে বলে মেয়েটি আত্মহত্যা করেছে।’


নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘মামলা দায়েরের পর রেজোয়ানার স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান।’

]]>
সম্পূর্ণ পড়ুন