যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

১ সপ্তাহে আগে
কর্মস্থলে যোগদানের ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) জরুরি এক চিঠিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

 

সূত্র জানায়, গত ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে যোগদান করেন আজহার আলী। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ১ আগস্ট তাকে প্রত্যাহার করা হয়।

 

তবে, কোন ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়টি জেলা পুলিশ থেকে জানানো হয়নি।

 

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আর শিবচর থানায় নতুন ওসি শিগগিরই যোগদান করবেন। যাতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত পান।’

 

আরও পড়ুন: ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার
 

]]>
সম্পূর্ণ পড়ুন