রোববার (১৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে শনিবার (১৫ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙামাটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ঢাকার বায়ুমানে কী পরিস্থিতি?
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার (১৭ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন মঙ্গলবার (১৮ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এরপর বুধবার (১৯ মার্চ) থেকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
]]>