যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ

১ সপ্তাহে আগে
নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর ফলে চূড়ান্ত পরিবর্তন সম্ভব হয়নি বলে জানান তিনি।

শনিবার (২ আগস্ট) জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশেষ আয়োজন ‘রিবিল্ডিং দ্য ন্যাশন: বাংলাদেশ ২.০’ অনুষ্ঠানে উপাদেষ্টা এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, ১/১১ প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে এই সরকারকে বাধা দেয়া হয়েছে। ফলে আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি। তবে সুংসবাদ, আজ থেকে তিন দিন পর, ৫ আগস্ট আমরা জুলাই সনদ ঘোষণার সিদ্ধান্তে আসতে পেরেছি।

 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুথানে যে বড় পরিবর্তনটা জনগণের মধ্যে হয়েছে, তা হলো রাজনৈতিক সচেতনতা। যে প্রেক্ষাপটে গণ-অভ্যুথান সংগঠিত হয়েছে, জুলাই সনদের ঘোষণাপত্র সেটিকে জাস্টিফাই করে।

 

আরও পড়ুন: গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ

 

গণ-অভ্যুথানে শহীদ হওয়া মরদেহ সম্পর্কে উপদেষ্টা আসিফ মাহমদু জানান, ৬টি মরদেহ ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। তাদের পরিবার যোগাযোগ করতে নিয়ে যেতে পারবেন। আগামী ৪ আগস্ট তাদের দাফন করা হবে।

 

‘ডিএনএ টেস্ট করে গণকবরে যারা সমাহিত হয়েছেন, তাদের শনাক্ত করা হবে এবং তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো’, যোগ করেন স্থানীয় সরকার।

 

আরও পড়ুন: প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ আসিফ মাহমুদের

 

এ সময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুথানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট, পরবর্তীকালে অনেকেই এই ব্যানারটিকে মিসইউজ করেছে। যে জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে সাধুবাদ। তবে আমি প্রত্যাশা করবো, তারা তাদের কার্যক্রম পরিচালনা রাখবে।

]]>
সম্পূর্ণ পড়ুন