জ্যোতি সাংবাদিকদের বলেন, ‘গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। এখন ওয়ার্কলোড ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের পর ব্রেক নেয়ার চিন্তা করেছি। ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না।’
আরও পড়ুন: ফখরের আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান
জ্যোতি বিরতি নেবেন শুধু ঘরোয়া ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে নয়। জ্যোতি চান, নারীদের এনসিএলে তার জায়গায় অন্য কেউ খেলুক। ‘আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, আমি শুধু নারীদের এনসিএল খেলব না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা, আমার জায়গায় অন্য কেউ খেলুক এনসিএলে এটাই চাই। আমি কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকব বিশ্বকাপ থেকে ফিরে।’
ওয়ানডে বিশ্বকাপে খেলার আগে দুই দলে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৫ পুরুষ ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। সেই সিরিজে ছেলেদের কাছে অবশ্য কোনো পাত্তা পায়নি নারী দল দুটি। সেই সিরিজে প্রস্তুতিটা যে ভালো হয়নি, সেটিও স্বীকার করে নিয়েছেন জ্যোতি।
আরও পড়ুন: বিগ ব্যাশে খেলার অনুমতি পেলেন রিশাদ
‘যে দুইটা টিম খেলেছে এর থেকে কিন্তু সবুজ দল অনেক ভালো খেলেছে। আমি যে টিমে খেলেছি ওই টিমটা অত বেশি ভালো করতে পারে নাই। বাট অন্য টিমটা অনেক ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলছে।’
জ্যোতি আরও বলেন, ‘নিজেদের ভিতরে যতবারই আমরা খেলতেছি আমরা আমাদের বোলারদেরকে বলেন, ব্যাটারদেরকে বলেন খুব ভালোভাবে রিড করতে জানি। কে কোথায় স্ট্রং, উইক। তো ওইটা অতটা বেশি বলব যে চ্যালেঞ্জিং হইতো না। বলব যে অপ্রত্যাশিত ছিল যে হয়তোবা আরেকটু ভালো ক্রিকেট খেলা যাইতো।'
]]>