যে কারণে নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

২ সপ্তাহ আগে
ইরানে ‘দুর্দান্ত কাজের’ জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ জুন) স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দজানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ইরানে নেতানিয়াহু আর ইসরাইলি সামরিক বাহিনীর ‘দুর্দান্ত কাজের’ জন্য এ ধন্যবাদ জানান তিনি।

 

শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে।

 

আরও পড়ুন: ফোরদোতে ৬টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

 

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি।’

 

ভাষণে ইরানকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।’

 

আরও পড়ুন: আগের ভিডিও শেয়ার করে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন খামেনি

 

ট্রাম্প আরও বলেন, ‘এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই অন্য লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সঙ্গে।’

]]>
সম্পূর্ণ পড়ুন