যে কারণে দেশ ছাড়তে চান তাসরিফ খান

৩ সপ্তাহ আগে
মানুষের নোংরামি ও দুর্নীতির কারণে দেশ ছাড়তে চান জনপ্রিয় গায়ক তাসরিফ খান। সময় সংবাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সম্প্রতি সময়ের গল্পে আড্ডায় অংশ নিয়ে তাসরিফ বলেন, দেশে থাকার মতো পরিস্থিতি অবশ্যই আছে। কিন্তু কিছু বিষয় আমি নিতে পারি না। যে কারণে দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা আছে।

 

তিনি আরও বলেন, দেশে যানজট আছে আমি নিতে পারব, আমাকে পেছন থেকে আঘাত করা হবে আমি নিতে পারব, কিন্তু নোংরামি আমি নিতে পারব না।

 

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আশপাশে থাকা মানুষ সবাই ভণ্ড। সবাই অভিনয় করছে। আজকে যাকে ভাই বলে জড়িয়ে ধরছে কালকে তাকে পেছন থেকে ছুরি মারছে। এগুলো আমার ঘেন্না লাগে।

 

হতাশ হয়ে এ গায়ক বলেন, আমি চাই না আমার দেশের লোক এমন থাকবে, আমি সেগুলো চুপ করে বসে দেখব। এটা কখনই সম্ভব হয়নি। বিষয়গুলো নজরে এলেই তা নিয়ে ফেসবুক পোস্ট করি। তখনই সবাই আমার শত্রু হয়ে যায়।

 

আফসোস করে তাসরিফ বলেন, এ দেশের সবচেয়ে মূল সমস্যা কোনো না কোনো পক্ষ বেছে নিতে হবে। তাহলে চলা খুব সহজ। কিন্তু কোনো পক্ষ না নিয়ে নিজের মতো করে চললে, উচিত কথা বললে কাউকে বন্ধু হিসেবে পাওয়া যায় না। শত্রু বাড়তেই থাকে।

 

আরও পড়ুন: নতুন সিদ্ধান্তে ঢাকা ছেড়ে কোথায় গেলেন সমু চৌধুরী?

 

উদাহরণ টেনে তিনি বলেন, যদি আমি আগামীকাল থেকে দুর্নীতিবাজদের ধরতে শুরু করি, হাজার জায়গায় দুর্নীতিবাজ পাবো। ২ টাকা থেকে শুরু করে ২ কোটি টাকার দুর্নীতিবাজ আছে। সব জায়গায় সমস্যা। এসব নোংরামি নিতে পারি না। তাই দেশ ছেড়ে চলে যেতে চাই।

 

আরও পড়ুন: বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের!

 

প্রসঙ্গত, কুঁড়েঘর ব্যান্ডের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তাসরিফ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার গাওয়া নতুন গান ‘পাহাড় যাব’।

 

]]>
সম্পূর্ণ পড়ুন