গেলো কয়েক মাসে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ক্যারিয়ার নিয়ে কানাঘুষা কম হয়নি। অনেকেই ভেবেছিলেন সৌদি আরবের পাট চুকিয়ে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার। নতুন কোন ক্লাবে যাবেন সিআরসেভেন, তা নিয়ে কৌতূহল ছিলো ক্রীড়াবিশ্বে। অনেকেরই ধারণা ছিলো, লোনে হলেও নতুন কোনো দলে যোগ দিয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন তিনি। কিন্তু, সমস্ত গুঞ্জন উড়িয়ে আল নাসরেই থেকে গেছেন। এতোদিন মুখে কুলুপ এটে রাখলেও, চুক্তি নবায়নের পর সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো।
আল নাসরের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, 'ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু আমার বিশ্রাম প্রয়োজন। লম্বা একটা মৌসুম আসছে। ফিফা বিশ্বকাপ রয়েছে। আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই। শুধু আল নাসর নয়, জাতীয় দলের জন্যও।'
আরও পড়ুন: সাফল্যের সন্ধানে আল হিলালের কোচকে নিয়োগ দিচ্ছে রোনালদোর দল!
ক'দিন আগেই পর্তুগালের জার্সিতে জিতেছেন নেশন্স লিগ। এবার ক্রিস্টিয়ানোর কথায় স্পষ্ট ইঙ্গিত, ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও আছে তার। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখতেই ক্লাব বিশ্বকাপে খেলার অফার ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে রয়েছে আল নাসরের হয়ে ট্রফি জয়ের ক্ষুধাও। এক আরব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া সৌদি ক্লাবটির হয়ে এখনও মেজর কোনো শিরোপা জিততে পারেননি।
রোনালদো বলেন, 'সবশেষ মৌসুমের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ফ্যানদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হবো। সেজন্যই চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছি।'
আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানোর গোল ৯৯টি। এক হাজার গোলের মিশনে ছুটছেন দুর্বার গতিতে। এরইমধ্যে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৩৮'এ নিয়ে গেছেন। নতুন মৌসুমেও ছন্দ ধরে রাখতে চান পর্তুগিজ এই গোলমেশিন।