পরে পুলিশ এলে বাড়িতে তল্লাশি শুরু করে। তখন যুবদলের এক নেতাকে যুবলীগ নেতা রনি ফোন করে বলেন, ‘এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না।’
আওয়ামী সরকারের পতনের দিনই আত্মগোপনে চলে যান মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক রনি। ইতোমধ্যে তিনি দেশত্যাগও করেছেন। তবে তাঁর অবস্থানের খবরে বুধবার দুপুরে নগরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে পুলিশ এলে ওই বাড়িতে শুরু হয় তল্লাশি।
এ সময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোকে ফোন করেন যুবলীগ নেতা রনি বলেন, ‘ডিকো ভাই, আপনারা এত কষ্ট করে অভিযান করছেন। আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। ঠিক সময় মতো আমি নিজেই আত্মসমর্পণ করবো, ধরা দিব।’ এ সময় ডিকো বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনি আত্মসমর্পণ করেন। নিজের দোষ স্বীকার করেন। আমরা আপনার জন্য দোয়া করি।’
আরও পড়ুন: ভিজিডি কার্ড ভাগাভাগিতে বিএনপি-জামায়াত, ইউএনওকে নালিশ এনসিপির
এ সময় ডিকো জানতে চান, ‘সিটি করপোরেশনের অস্ত্র আপনার ছিল, নাকি মেয়র সাহেবের ছিল? আপনার ভিডিও ফুটেজ আছে।’ জবাবে রনি বলেন, ‘ভাই, কোথায় আমার হাতে অস্ত্র দেখেছেন? ভিডিওতে দেখান। ছবিতে দেখান। আমার হাতে অস্ত্র নাই।’ ডিকো বলেন, ‘রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি, ভাইয়া।’
রনি বলেন, ‘বাজে কথা।’ ডিকো বলেন, ‘ঠিক আছে। ওপরে আল্লাহ আছে। সত্য-মিথ্যা আল্লাহই জানে।’ রনি বলেন, ‘আমরা মুসলমান মরতে হবে। যদি অন্যায় করি আল্লাহ বিচার করবে। ভাল থাকেন ভাই, দেখা হবে ইনশাআল্লাহ।’