শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের আকাশে শকুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ওরা দেশকে ভালোবাসে না বলেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি বলেই এত নির্যাতনের পরও দেশ ছেড়ে যাইনি।
শফিকুর রহমান আরও বলেন, কয়েক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। আমাদের সন্তানদের এই জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বাংলার আকাশে কিছু শকুন ঘুড়ে বেড়াচ্ছে। শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। যেন কোনো শকুন মাটিতে নামতে না পারে।
আরও পড়ুন: আওয়ামী লীগ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করেছে: জামায়াত আমির
তিনি বলেন, বিগত ১৭ বছরে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। সাতক্ষীরার মানুষের উপর তারা জুলুম করেছে, খুন করেছে, অনেককে পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুটপাট করেছে। মানুষকে তারা তাদের দাশে পরিণত করেছে। সারাদেশে একই অবস্থা ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিলো সাতক্ষীরায়। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার আর দাঁত বসাতে না পারে।