রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধ বিরতি চুক্তি করে, গাজায় আটকে পড়া ইসরাইল জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একইদিন ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে।’
এদিকে রোববার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেয়ারশেবাতে আইডিএফের দক্ষিণ কমান্ড সদর দফতরে গাজা যুদ্ধ এবং জিম্মিদের চুক্তির প্রচেষ্টা নিয়ে এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এবং অন্যান্য মন্ত্রী, নেতানিয়াহুর সহযোগী এবং ঊর্ধ্বতন আইডিএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজায় বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সোমবার এ নিয়ে আবারও বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এর আগে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এর সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা।
আরও পড়ুন: নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে: সাবেক প্রধানমন্ত্রী বেনেট
তিনি বলেন, ‘প্রথমত, জিম্মিদের মুক্ত করতে হবে, অবশ্যই, হামাসকে পরাজিত করার জন্য আমাদের গাজা সমস্যাও সমাধান করতে হবে, তবে আমি বিশ্বাস করি যে আমরা উভয় কাজই অর্জন করব।’
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসিতে এক হামলায় তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন এমন অনেকেও রয়েছেন।
]]>