যুদ্ধবিরতি নিয়ে যা বললেন পাক উপ-প্রধানমন্ত্রী

১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৫টা থেকেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

 

তিনি বলেছেন, ‘পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।’

 

আরও পড়ুন:কখন থেকে কার্যকর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি?


এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোশাল মিডিয়ায় এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

 

তিনি আরও জানান, গত রাতে দীর্ঘসময় ধরে ভারত-পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হন। যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ট্রাম্প দুই দেশের বিচক্ষণতার প্রশংসা করেন। 

 

আরও পড়ুন:পাকিস্তান ভারতের সীমান্তে সেনা মোতায়েন করে সংঘাত বাড়াচ্ছে: নয়াদিল্লি

 

সূত্র:বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন