ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে, আইডিএফ ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
আরও পড়ুন: ইরানে হামলার পর জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিরোধের জন্য কাজ করছে। জনসাধারণকে সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দেয়ার পর এটিই ইরানের পক্ষ থেকে ইসরাইলের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।
আরও পড়ুন: মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
এর আগে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি জানান। ইরানও তিন স্থাপনায় বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপদ স্থানে পৌঁছার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় দেওয়া ওই ভাষণে ট্রাম্প যা বলেছেন, সময় সংবাদের পাঠকদের জন্য বাংলায় তা হুবহু তুলে ধরা হলো।