যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদি

৬ দিন আগে
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় উভয় পক্ষের সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। মোদির চীন সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

২০১৯ সালে সর্বশেষ চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। সেই হিসেবে দীর্ঘ সাত বছর পর চীন যাচ্ছেন তিনি। এই সফরে এসসিও সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

 

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মোদি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মোদির চীন সফর কৌশলগত ভারসাম্য রক্ষায় বিশেষ তাৎপর্য বহন করবে বলে মনে করা হচ্ছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন