যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে ইউরোপে রওনা হয়েছেন; প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।
নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক ও বেলজিয়ামে ইউক্রেনের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সমাবেশে যোগ দেওয়ার আগে হেগসেথ জার্মানিতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক কমান্ডের সদর দফতর পরিদর্শন করবেন; তারপর পোল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করতে সে দেশে পাড়ি দেবেন।
পেন্টাগন বলেছে, ব্রাসেলসে হেগসেথ “প্রতিরক্ষা খাতে যৌথ ব্যয় বাড়ানো, ইউরোপীয় নেতৃত্ব বৃদ্ধি ও আটলান্টিকের উভয় দিকে প্রতিরক্ষা শিল্প-ঘাঁটির সক্ষমতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে নেটোর মিত্র ও অংশীদারদের সঙ্গে যোগ দেবেন।”
পেন্টাগনের বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের বৈঠকে হেগসেথ “ইউক্রেনে যুদ্ধের যত দ্রুত সম্ভব কূটনৈতিক পরিসমাপ্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করবেন।”