যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সঙ্গে ওয়াশিংটনের ক্যাপিটলে সাক্ষাৎ করলেন নেতানিয়াহু

৪ সপ্তাহ আগে
হাউস স্পিকার মাইক জনসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শুক্রবার ক্যাপিটলে স্বাগত জানান। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একে “কলঙ্কজনক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন” বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসনের সঙ্গে বক্তব্য রেখে ইসরায়েলকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান এবং চলতি বছরে তাকে জেরুজালেমে আমন্ত্রণ জানান। আদালতের কর্মীদের বিরুদ্ধে ট্রাম্প সম্ভাব্য সুদূরপ্রসারী অর্থনৈতিক ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞায় অনুমোদন দেওয়ার একদিন পর, শুক্রবার আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রতি “অনড় সমর্থন” জানিয়েছে কয়েক ডজন দেশ।  (রয়টার্স)
সম্পূর্ণ পড়ুন