স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরের এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ।
এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, তারা ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়।
আরও পড়ুন: ইরানে ফেলা বাংকার বাস্টারের ভিডিও দেখাল পেন্টাগন
স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। আমরা দুজন বাসিন্দাকে খুঁজে বের করতে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দুজনই বয়স্ক নারী, তাদের একজনের অবস্থা গুরুতর।’
পরে দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তবে স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
ম্যাককার্টি বলেন, ‘প্রাথমিক বিস্ফোরণের উৎস বলে মনে করা হচ্ছে এমন বাড়ির কাছে দ্বিতীয় ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন: ইরানের ইউরেনিয়াম সরানো নিয়ে ধোঁয়াশায় মার্কিন গোয়েন্দারা
যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
সূত্র: এনবিসি নিউজ
]]>