যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ায় আহত ৩০

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সড়কে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদন মতে, শনিবার (১৯ জুলাই) লস অ্যাঞ্জেলেসের ইস্ট হলিউড এলাকার সান্তা মনিকা বুলেভার্ডে এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, গাড়ির চালক জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি অনেক লোকের ভিড়ের উপর উঠে যায়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনাস্থলে ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঘটনার কারণ এখনও অস্পষ্ট। অভিযুক্তের ব্যাপারেও কোনো তথ্য জানায়নি পুলিশ।

 

আরও পড়ুন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

 

লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা অ্যাডাম ভ্যান গারপেন স্থানীয় সংবাদমাধ্যম এবিসিকে জানান, একদল লোক- যাদের বেশিরভাগই নারী- একটি নাইটক্লাবে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। গাড়িটি একটি টাকো ট্রাক এবং ভ্যালেট স্ট্যান্ডকেও ধাক্কা দেয়।

 

ভ্যান গারপেন আরও জানান, স্থানীয় চিকিৎসকরা আহতদের মধ্যে একজনের শরীরে গুলির চিহ্ণ পেয়েছেন। বিষয়টি এখন পুলিশি তদন্তাধীন। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন