যুক্তরাষ্ট্রে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন কমিটি

৪ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই ফোরাম- ডুয়াফির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদি (২০২৫-২০২৬) কমিটির সভাপতি হয়েছেন ড. ইসরাত সুলতানা মিতা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডরথী বোস।

পাঁচ সদস্যের নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক ড. তারেক মেহেদী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার জামান।

 

ডুয়াফির সভাপতি ইসরাত সুলতানা মিতা তার পূর্ববর্তী কমিটিগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নতুন ও পুরনো সদস্যদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কাজে অংশ নেয়ার সুযোগ আরও বাড়াতে চান।

 

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতেও কাজ করবেন বলে জানান তিনি।

 

প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসি এলাকায় ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডুয়াফি মূল লক্ষ্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা।

 

আরও পড়ুন: সহায়তার চেক নিতে গিয়ে আমিরাত ফেরত প্রবাসীদের বিক্ষোভ
 

]]>
সম্পূর্ণ পড়ুন