যুক্তরাষ্ট্রে আখতারের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে এনসিপির বিক্ষোভ

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রীয় সফররত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ কয়েকজনের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।


সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে ঘোষণা দেন।


একইসঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।


সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ স্থানীয় নেতারা।


আরও পড়ুন: হাসিনার বুলেটে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না: আখতার


সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক শওকত আলী বলেন, 'বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি এক সাথে থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগের কবর রচনা করেই ছাড়বো। এই কারণেই আমরা আওয়ামী লীগের শত্রুতে পরিণত হয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট মানুষ রায় দিয়ে দিয়েছে। তারা আর এই দেশের রাজনীতিতে ফিরতে পারবে না।'


দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, 'প্রশাসনকে বলব আপনারা ব্যবহৃত হবেন না। আপনারা আপনাদের কাজ করুন, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই।'


সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন