যুক্তরাষ্ট্র নতুন করে হুথি সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করলো

৪ সপ্তাহ আগে
বুধবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের ইরান-সম্পৃক্ত হুথি আন্দোলনের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার  উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অর্থ বিভাগ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে বলে এই লোকেরা সামরিক মান সম্পন্ন জিনিষপত্র এবং অস্ত্র ব্যবস্থা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় চোরাচালান করে নিয়ে যায় এবং রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারে আলাপ- আলোচনা করে। রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতে  ইয়েমেনের লোকজনকে সংগ্রহ করার জন্য  এবং হুথি সামরিক অভিযানের সমর্থনে অর্থ তোলার জন্য আব্দুলওয়ালী আব্দোহ  হাসান আল জাবরি এবং তার প্রতিষ্ঠান আল জাবরি জেনারেল ট্রেডিং এন্ড ইনভেস্টমেন্ট  কোম্পানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ।  পররাষ্ট্র বিভাগের  মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, “  লোহিত সাগরে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য  রাশিয়া, চীন ও ইরানের কাছ থেকে হুথির   অস্ত্র ও অস্ত্রে উপাদান জোগাড় করার জন্য যুক্তরাষ্ট্র সরকার হুথিদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।   মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর জানায় তারা হুথি  আন্দোলনকে “ বিদেশি  সন্ত্রাসী সংগঠন” হিসেবে অভিহিত করছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বছরের প্রথম দিকেই এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে এই পদক্ষেপের কারণে এ রকম উদ্বেগ দেখা দিয়েছে যে এর ফলে আঞ্চলিক নিরাপত্তার উপর এর প্রতিক্রিয়া পড়তে পারে  এবং ইয়েমেনের  মানবিক সংকটের অবনতি ঘটতে পারে কারণ আমদানিকারকরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হতে পারে যদি সরবরাহগুলি হুথিদের হাতে চলে যায়।    
সম্পূর্ণ পড়ুন