যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টন গম কিনবে সরকার: অর্থ উপদেষ্টা

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, সেটির হার কিছুটা কমানো হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ আশা প্রকাশ করেন তিনি।

 

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যেও বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন, যা আগামী আগস্টের শুরুতেই কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে বাড়তি শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

 

ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে ইউএসটিআরের সঙ্গে আবারও আলোচনা করতে চলতি মাসেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাবেন জানিয়ে তিনি বলেন, ‘আলোচনা চলছে। আশা করা যায় শুল্ক হার কমাবে ট্রাম্প প্রশাসন। উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গম ছাড়াও সার, এলএনজি আমদানি সংকান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

 

আরও পড়ুন: বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা

 

সালেহউদ্দিন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ রয়েছে। সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করেছি। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন