যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সৌদি আরবের জেদ্দা শহর থেকে কানাডাগামী বিমানে উঠতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ মার্চ, ২০২৫।
জেদ্দায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা সম্পর্কে আলোচনার জন্য তিনি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এক উচ্চপর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “অবিলম্বে একটি অন্তর্বর্তী অস্ত্রবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণের ব্যাপারে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছে। এই অস্ত্রবিরতির সময়সীমা সংশ্লিষ্ট পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাড়ানো যাবে, তবে শর্ত হচ্ছে তা রুশ ফেডারেশনকে গ্রহণ করতে হবে এবং একই সময় থেকে তা প্রয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে জানাবে যে রাশিয়ার একইরকম দৃষ্টিভঙ্গি শান্তি অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।"
এতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য জানানোর উপর বিরতি প্রত্যাহার করে নেবে এবং ইউক্রেনকে আবার নিরাপত্তা সহযোগিতা দেয়া শুরু করবে।
২০২২ সালের প্রথম দিকে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয় সেটি দ্রুত শেষ করতে মধ্যস্থতার ব্যাপারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের প্রেক্ষাপটে মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জেদ্দায় এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
রুবিও বলেছেন, ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের পদক্ষেপ নিয়ে হওয়া চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র বুধবার (১২ মার্চ) রাশিয়ার সঙ্গে যোগাযোগ করবে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মস্কোর ওপর থাকবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে হওয়া বৈঠকটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতি একটি বৃহত্তর শান্তিচুক্তি খসড়ার ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে।
জেলেন্সকি আরও বললেন, জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকটি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করেছে। গত মাসে হোয়াইট হাউসে তার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডার পর এই বৈঠকটি পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রুবিও এরপর জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কানাডা যাচ্ছেন।
সাতটি প্রধান গণতান্ত্রিক দেশের জোট—ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার থেকে শুক্রবার (১৪ মার্চ) পর্যন্ত কানাডার কুইবেকের নদী তীরবর্তী রিসোর্ট লা মালবে-তে বৈঠক করবেন। এটি জানুয়ারিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রথম জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।
(সূত্র: রয়টার্স, ভিওএ)