যারা ফ্যাসিবাদকে বাঁচাতে চায় তারা তাদের দোসর: ফারুকী

৬ দিন আগে
যারা ফ্যাসিবাদকে বাঁচাতে চায় তারা ফ্যাসিবাদের দোসর বলে অভিমত ব্যক্ত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চে জুলাই রেভ্যুলশনারি এলায়েন্সের আয়োজনে ফ্যাসিবাদের প্রতিকৃতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

 

ফারুকী আরও বলেন,

জুলাই আন্দোলনের স্পিরিট এখনও জাগ্রত আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা ফ্যাসিবাদকে বাঁচাতে চায় তারা ফ্যাসিবাদের দোসর।

 

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রথম পহেলা বৈশাখকে সামনে রেখে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স আয়োজন করতে যাচ্ছে 'উত্তরায় পহেলা বৈশাখ উৎসরণ'। সেই আয়োজনের অংশ হিসেবে দিনব্যাপী চলেছে আলপনা অঙ্কন।

 

আরও পড়ুন: শোভাযাত্রার অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে: ফারুকী

 

এদিকে চৈত্র সংক্রান্তিতে পুরনো বছরকে বিদায় ও বাংলা নববর্ষ ১৪৩২ বরণে শিল্পকলা একাডেমিতে চলে দুদিনব্যাপী উৎসব। এবারই প্রথম সরকারি পৃষ্টপোষকতায় উদযাপন করা হয় চৈত্র সংক্রান্তি। অনুষ্ঠানে বাউল গানের পাশাপাশি আবহমান বাংলার নানা উপকরণ নিয়ে মেলার আয়োজন করা হয়।

 

এ অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আগামীতে জাতীয় উৎসবগুলোতে সকল জাতি ও সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন