এই শীতে অন্যরকম এক উষ্ণতম সন্ধ্যা উপহার দিতে চলেছেন শিল্পী জয়িতা। যেখানে তিনি একাধারে গাইবেন রবীন্দ্রনাথের গান, পাঠ করবেন কবিতা, শোনাবেন আবৃত্তি! ‘তবু মনে রেখো’ নামের এই ত্রিমাত্রিক আয়োজনটি হচ্ছে ১৮ জানুয়ারি, রাজধানীর যাত্রা বিরতিতে।
নিশ্চিত করেছেন জয়িতা নিজেই। অনুষ্ঠানটি রচনা ও গ্রন্থনা করছেন কবি ইরাজ আহমেদ। তিনি জানান, শনিবার রাত ৮টা থেকে শুরু হবে জয়িতা ও তার দলের এই ভিন্ন আয়োজন। যেমনটা... বিস্তারিত