বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দরাজহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ সকালে বাঘারপাড়া উপজেলার দরাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সঞ্জয় সরকারকে আটক করে। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো ১৭টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। তিনি বিজিবিকে জানিয়েছেন- ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণেরবারগুলো সংগ্রহ করেন।
আরও পড়ুন: স্বর্ণ পাচারের দায়ে অভিনেত্রীর জেল-জরিমানা!
তিনি আরও জানান, আটক ১৭টি স্বর্ণেরবারের ওজন ১ দশমিক ৯৩৪ কেজি। যার বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। আটক সঞ্জয়কে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।