যশোরে শালিসের নামে বসতবাড়ি ভাঙচুর, বিএনপির ২ নেতা বহিষ্কার

৩ সপ্তাহ আগে
শালিসের নামে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তাফাসহ দুই নেতার দলের সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়।


যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বহিষ্কৃত অপর নেতা হলেন: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হালিম।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফাকে তার পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো।


আরও পড়ুন: সালিশে না আসায় অভিযুক্তের বাড়িতে হামলায় বাবা-ছেলে নিহত


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হালিমকে ওয়ার্ডের সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো। এখন থেকে দলের কোনো কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে না দেয়ার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হলো।


যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিএনপির দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে ১৬টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা ভঙ্গ করলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘গত ১৬ এপ্রিল গভীর রাতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা ও ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হালিম একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সালিশ বসান। এরপর তারা করিচিয়া গ্রামের মালেকা বেগম নামে এক নারীর সেমি পাকা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দুজনকে দল থেকে পূর্ণাঙ্গ রূপে বহিষ্কার করা হয়েছে।’


দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কাজ করলে নেতাকর্মীদের কাউকেই ছাড় দেয়া হবে না।’


আরও পড়ুন: হবিগঞ্জে সালিশে দুপক্ষের টেঁটাযুদ্ধ, আহত ৩৫


এ দিকে ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ বলেন, ‘প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তায় জমি দেয়া নিয়ে তাদের বিরোধ চলছিলো। তারা বাড়ির পাশ থেকে রাস্তার জমি দিতে চাইলেও প্রতিবেশীরা মানেননি। তারা বিএনপি নেতাদের দিয়ে শালিসের নামে বাড়ির মাঝখান থেকে রাস্তা বের করতে তাদের তিনটি আধাপাকা বাড়ি ভেঙে দেয় এবং লুটপাট চালায়।’


তিনি আরও বলেন, ‘পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় তারা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।’


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন