যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

১ সপ্তাহে আগে
যশোরে আনোয়ার হোসেন নামে এক মাদককারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) স্পেশাল জেলা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার উপজেলার চৌগাছা শাহাজাদপুর গ্রামের একছের আলীর ছেলে।


আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৮ জানুয়ারি রাতে যশোর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চৌগাছার কদমতলা দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের বড় চালান যশোরের দিকে নিয়ে যাবে। এ সময় ডিবির একটি দল সেখানে ওৎ পেতে থাকে। এরপর ভোর চারটার দিকে দুটি মোটরসাইকেল আসতে দেখে তাদের সন্দেহ হয়। প্রথম মোটরসাইকেলে ছিলেন আনোয়ার, আর পেছনে বাঁধা ছিল একটি বস্তা। 

আরও পড়ুন: যবিপ্রবির নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আনোয়ারকে আটক করার সঙ্গে সঙ্গেই পেছনের মোটরসাইকেলে থাকা দুজন মোটরসাইকেল ও তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে আনোয়ারের কাছে থাকা বস্তা ও অপর মোটরসাইকেলে থাকা বস্তা থেকে মোট ৬০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর আনোয়ার জানান, তার সঙ্গে ছিলেন একই উপজেলার চানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইসরাইল ওরফে বালাম এবং শাহাজাদপুর গ্রামের মালেকের ছেলে চান্দু। এ ঘটনায় ডিবির এসআই এনামুল হক বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই আবুল খায়ের তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।


দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ বুধবার বিচারক এ মামলার রায়ে আনোয়ারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে অপর দুই আসামি বালাম ও চান্দুকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন বিচারক।

]]>
সম্পূর্ণ পড়ুন