যশোরে মতুয়া সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর বলেছেন, শ্রী ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি মানব সমাজ গঠনের জন্য কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছেন। সর্ব মত, পথ, দর্শনের ওপরে উঠে মানবজাতির জন্য কাজ করে গেছেন। তার দর্শন মতে সমাজে অনিষ্ট সৃষ্টিকারীরা দুর্বৃত্তকারী। তাদের কর্মকাণ্ডের কারণে সাম্প্রদায়িক বিবাদ হিংসা ছড়ানো যাবে না। এজন্য দুর্বৃত্তদের বিচার রাষ্ট্রীয়ভাবে হতে হবে।

বুধবার (১১ জুন) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটিতে আনুষ্ঠিত মতুয়া সম্মেলন ও মহাউৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি নিয়ে কথা বলেন।


মনিরামপুরে হরিদাসকাটি শ্রী শ্রী শান্তিহরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি মহানন্দ মন্ডল।


সম্মেলনে সাগর সাধু আরও বলেন, সম্প্রতি পাশের মশিয়াহাটি এলাকায় তরিকুল ইসলাম নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন। ওই খুনের ঘটনাকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তাদের দুটি পক্ষকেই আমরা দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করি। ওই দুষ্কর্মের পর আমরা এখানে যে অনুষ্ঠান করছি, উচ্ছ্বাস করছি তা থেকে একটি শান্তির বার্তা যাবে।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণে মুহুর্মুহু কাঁপল শার্শা, আতঙ্ক

তিনি আরও বলেন, ‘মশিয়াহাটিতে সরকারি সহযোগিতা আশানুরূপ হয়েছে। আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। স্থানীয়রা বলেছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যার যেমন ঘর ছিল সেভাবে সরকার ঘর নির্মাণ করে দিচ্ছে। পাশাপাশি প্রশাসনিকভাবে নিরাপত্তা দেয়ায় তারা আশ্বস্ত হয়েছেন।’


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের উপদেষ্টা অনুপম রায়, সহসভাপতি রতন কু্মার মিত্র, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মম কুমার বিট, ছাত্র যুব মতুয়া  মহাসংঘের সাংস্কৃতিক সম্পাদক নিতু বালাসহ খুলনা বিভাগের মতুয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সম্মেলনে ১৭ জেলার মতুয়া সংগঠনের সদস্যরা ধর্মীয় আচার অনুষ্ঠান ও অন্নপ্রসাদ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন