বুধবার (৯ এপ্রিল) ভোরে ঢাকা রোড বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা দোকান থেকে ধোঁয়া উঠতে দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ৫ দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন, ধর্মঘটের হুঁশিয়ারি
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
দোকানের মালিক শফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা করে আসছেন। আগের রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে আসেন, তবে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি এসে দেখেন আগুনে তার দোকানের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল ও কাঠ কাটার মেশিনগুলো পুড়ে গেছে।
]]>