গ্রামবাসী জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সেচের পানি নিয়ে বিরোধের জের ধরে আব্দুলপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপির চার নেতা-কর্মী আহত হন।
তারা হলেন- হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু (৪৪), চার নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও চার নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু।
এ ঘটনার জের ধরে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আব্দুলপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রামের উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, মঙ্গলবারের ঘটনায় হুমায়ুন কবীর রাজু বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবারের হামলার ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ আরও চারজনকে গ্রেফতার করে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় সাজিয়ালি পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল জানান, ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।