মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর আমডাঙ্গা স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক সাইফুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি যশোর শহরের জেল রোডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম, যিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের বাসিন্দা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ‘ডা. সাইফুল ইসলাম খুলনা থেকে মোটরসাইকেলযোগে যশোর ফিরছিলেন। পথিমধ্যে আমডাঙ্গা স্লুইস গেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।’
এ সময় স্থানীয়রা আহত জাহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন জানিয়ে ওসি রবিউল আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>