যশোরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

৩ সপ্তাহ আগে
যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মইন উদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জমির উদ্দিন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, মইন উদ্দিন ও জমির উদ্দিনের সঙ্গে তাদের চাচাতো ভাই আশিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আশিক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে সে ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে।

 

আরও পড়ুন: ঈদের দিন নিখোঁজ, পরদিন পুকুরে মিলল সোহানার নিথর দেহ

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন