যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত নারী সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে তিনি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’
ডা. শাফায়াত বলেন, ‘এ দফায় যশোরে তিনিই প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন। এখনই সকলকে সতর্ক হতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো জরুরি।’
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা: খুলনায় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ
তিনি জানান, সাধারণ সর্দি-জ্বর কিংবা কাশি হলেও এখন থেকে গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ, ভাইরাসটি আবারও সক্রিয় হতে পারে।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
]]>