সোমবার (১৬ জুন) প্রথমে তাকে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে আজ মঙ্গলবার পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। এসআই আশরাফ হোসেন যশোরের চৌগাছা থানায় কর্মরত ছিলেন।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের মাসুম বিল্লাহ নামে একজন অপ্রাপ্তবয়স্ক এক সহপাঠীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা চৌগাছা থানা-পুলিশের সহযোগিতা চান। পরে এসআই আশরাফ হোসেন ছেলেকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসেন এবং দুদিন ধরে থানায় আটকে রাখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পলাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবার মীমাংসা করে নেয়। কিন্তু আটক জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবেন না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। একপর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: যশোরে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসে ইউপি চেয়ারম্যান আটক
এর আগে গত ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। তাদের মধ্যে দুজন ক্রেতা ও একজন বিক্রেতা ছিলেন। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিক্রেতাকে ছেড়ে দিয়ে অপর দুজনকে আটক দেখানো হয়।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, এসআই আশরাফ হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এসআই আশরাফ হোসেনের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রথমে তাকে প্রত্যাহার করা হয়। পরে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলো নিয়ে তদন্ত চলমান রয়েছে।