রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নাউলী গ্রামের একটি ঘের পাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত হাসান শেখ উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায় নি। এ ঘটনায় তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, যশোরে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত হাসানের বড় ভাই মুন্না জানান, হাসান ৮ বছর কুয়েতে ছিলেন। আড়াই মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর বিয়ে করেন। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন। পরে আর ঘরে ফেরেনি।
এরপর আজ সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো উদ্ঘাটন সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল, চঞ্চল নামে তিন যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।