যশোরে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসে ইউপি চেয়ারম্যান আটক

৩ সপ্তাহ আগে
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে এসে আটক হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের পিআইও অফিস থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের দাবি তাকে ঝিকরগাছা বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।


আটক আতাউর রহমান মিন্টু উপজেলার মাটিকোমরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক।


উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেয়া কয়েকজন জানান, সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। এ সভায় অংশ নিতে এসেছিলেন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সভায় ঢোকার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:  যশোরে দিনেদুপুরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর-রহমান বলেন, আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে আমরা সবাই উপজেলা পরিষদে গিয়েছিলাম। সভার আগে আতাউর রহমান মিন্টু পিআইও অফিসে বসেছিলেন। কিছুক্ষণ পরই শুনি পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।


এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানান, চেয়ারম্যান মিন্টুকে উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়নি। তিনি ঝিকরগাছা বাজার এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা রয়েছে।


তিনি আরও জানান, গ্রেফতারের পরপরই তাকে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন