এ বিষয়ে স্থানীয় মাস্টার আশরাফুজ্জামান বাবু জানান, রাত ৮টা থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে বাতাসে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর তেল পাম্পের সামনে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে পড়ে। এতে বেনাপোলের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা দা-কুড়াল দিয়ে ডাল কেটে রাস্তা পরিষ্কার করা শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
আরও পড়ুন: পরিবেশবাদীদের কথা রাখেনি, শতবর্ষী গাছ কেটে তৈরি হচ্ছে শহীদ মিনার
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী জানান, খবর পেয়েই তিনি দল নিয়ে ঘটনাস্থলে যান। গাছটি সড়ক থেকে সরিয়ে নিতে কাজ চলছে। আশা করা যায়, রাত সাড়ে ১১টার মধ্যে সড়ক পরিষ্কার করা সম্ভব হবে। এরপর রাস্তার দুই পাশে আটকে থাকা যানবাহন ছেড়ে দেয়া হবে।