শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তার প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা পঞ্চগড় শহরের প্রাইভেট ক্লিনিক 'দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে' নেয়। রাতেই চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অস্ত্রোপচার করা হলে জন্ম নেয় তিনটি নবজাতক।
পরিবারের সদস্যরা জানায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে রুবেলের সাথে শিউলির বিয়ে হয়। বিয়ের পর প্রথমবার গর্ভধারণ হয় যমজ তিন সন্তান। সে সময় একটি সন্তান গর্ভেই মারা যায়। এদিকে নরমাল ডেলিভারির পর তিন দিনের মধ্যে একটি এবং পাঁচ দিনের ব্যবধানে আরেকটি সন্তান মারা যায়।
আরও পড়ুন: পটুয়াখালীতে নবজাতক মেয়ের নাম রাখা হলো ‘খালেদা জিয়া’
বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্যে দীর্ঘ ২০ মাস পর আবার গর্ভধারণ করেন শিউলি আক্তার। ২য় গর্ভধারণের শুরুতে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় চিকিৎসকেরা প্রথমে যমজ সন্তানের দেখতে পেলেও- একসময় নিয়মিত পরীক্ষায় গর্ভে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হয়। বেদনার মাঝে এখন পরিবার জুড়ে বইছে আনন্দের জোয়ার।
এদিকে জন্মের পরেই নবজাতকগুলোকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু সায়েম সময় সংবাদকে বলেন, গত রাত দেড়টার সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের স্ক্যানুতে একই সাথে জন্ম নেয়া তিন শিশু ভর্তি হয়েছে। শিশুগুলো সুস্থ রয়েছে। আশাকরি দ্রুত তারা বাড়ি ফিরতে পারবে।
এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. আমির হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১২টায় দেশ ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশু জন্ম গ্রহণ করে। আল্লাহর অশেষ রহমতে শিশু এবং তাদের মা সুস্থ রয়েছে। তবে দীর্ঘ একটা সময় পর একসাথে অপারেশনে তিন শিশুর সুস্থ জন্ম গ্রহণ করাতে পেরে চিকিৎসক হিসেবে খুব ভালো লাগছে।
আরও পড়ুন: অবৈধভাবে গর্ভপাতের অভিযোগে মামলা, ২ নবজাতকের মৃত্যু
জানা গেছে, শিউলি আক্তারের গর্ভকাল ছিল ৩৭ সপ্তাহ এক দিন। যেকোনো ধরনের জটিলতা এড়াতে সিজারিয়ান অপারেশন করা হয়। জন্ম নেয়া তিন নবজাতকের মধ্যে কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। দুই ছেলে শিশুর ওজন যথাক্রমে ২ কেজি ৩০০ গ্রাম ও ২ কেজি ২০০ গ্রাম।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·