যথেষ্ট হয়েছে, এখন থামার সময়: জাতিসংঘ মহাসচিব

৩ সপ্তাহ আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও ইরান উভয় পক্ষকেই অনতিবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের বোমাবর্ষণ। তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এখন থামার সময়। শান্তি ও কূটনীতি জয়ী হোক।’

 

এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জানিয়েছেন, তিনি ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে কথা বলেছেন।

 

তিনি বলেন, ‘আমি ইসরাইলের আত্মরক্ষার অধিকার এবং জনগণের সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছি। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

আরও পড়ুন: ইরানের হামলায় ইসরাইলে নিহত এক, আহত অনেকে

 

তিনি আরও বলেন, সব পক্ষ যেন ‘সর্বোচ্চ সংযম’ দেখায় এবং উত্তেজনা হ্রাসে কার্যকর ভূমিকা নেয় এই আহ্বান জানিয়েছি।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Israeli bombardment of Iranian nuclear sites.

Iranian missile strikes in Tel Aviv.

Enough escalation.

Time to stop.

Peace and diplomacy must prevail.

— António Guterres (@antonioguterres) June 13, 2025

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

 

আরও পড়ুন: তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ ও আগুন

 

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন