বুধবার (২৬ মার্চ) ভোরে দুমকী উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খুলনায় উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা অপরাজেয়’
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এ সময় দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও। সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, গার্লসগাইড ও শিক্ষার্থীরা।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
এরপর হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনে আলোকসজ্জার আয়োজন করা হয়।
]]>