চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের লুওহু জেলার ইয়িনহু পাহাড়ের পাদদেশ একসময় ছিল শহরের সবচেয়ে বড় ময়লার ভাগাড়। জায়গার নাম ইউলং ল্যান্ডফিল। সেখানে চলছে এক অভাবনীয় রূপান্তর প্রকল্প। ১ লাখ ১৬ হাজার ৯০০ বর্গমিটারের এলাকাজুড়ে খননযন্ত্রের গর্জন, বুলডোজারের চলাচল—সবই জানান দিচ্ছে নতুন এক ভবিষ্যতের।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই ভাগাড় ১৯৯৭ সালে বন্ধ হয়। প্রায় ২৫ লাখ ঘনমিটার বর্জ্য জমে থাকা জায়গাটি দুই দশক ধরে... বিস্তারিত