ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দুইজন নিহত

৪ সপ্তাহ আগে
ময়মনসিংহ নগরের একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সোমবার (৪ঠা নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  সেখানে একটি প্রাইভেট কারে আগুন লেগে ভেতরে চালকের আসনে থাকা মো. হিমেল (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়।  পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।   এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।  পুলিশ ও ফায়ার সার্ভিস সাংবাদিকদের বলছে, সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সম্পূর্ণ পড়ুন