ময়মনসিংহে লুডু খেলায় ১০ টাকা নিয়ে মারামারি, আহত ১৪

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের নান্দাইলে লুডু খেলায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


স্থানীয়রা জানান, শনিবার রাতে নয়নপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও হেলিমের ছেলে ইয়াসিন (২৮) টাকা ১০ টাকা নির্ধারণ করে লুডু খেলা শুরু করে। এক পর্যায়ে খেলায় আমিনুল ইসলাম হেরে যায়। পরে ইয়াছিন ১০ টাকা চাইলে আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যায়। রাতে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়নি।


রোববার সকালে আবার আমিনুল ইসলামের লোকজন ইয়াছিনের বাড়িতে গিয়ে হামলা করে। এতে ইয়াছিনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হলে দু'পক্ষের মধ্যে ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন।


আহত শামছুদ্দীন বলেন, ‘মোবাইলে জুয়া খেলা নিয়ে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম তাই আমাদের ওপর হামলা করেছে।’


আরও পড়ুন: লুডু খেলা নিয়ে দ্বন্দ, চড়ের প্রতিশোধ নিতে রিকশাচালককে হত্যা


ইয়াসিন বলেন, ‘আমি ফেরি করে সংসার চালাই। আমাকে অন্যায়ভাবে মারধর করে বাড়িঘর ভাঙচুর করেছে৷ শামছুদ্দীনের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। আমি তার বিচার চাই।’


নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন