ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি মো. আবরারুল হককে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১ আগস্ট) ঈশ্বরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়৷

 

গ্রেফতার আবরারুল হক উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে এবং একই গ্রামের একটি মাদরাসার শিক্ষক। র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: ট্রেনে উঠতে গিয়ে পিছলে যুবকের পা বিচ্ছিন্ন

 

মামলায় অভিযোগ করা হয়, গত ২১ এপ্রিল ছুটির পর এক মাদরাসাছাত্রীকে ফাঁদে ফেলে মাদরাসার শিক্ষক কৌশলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার একটি জায়গায় নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। দুই দিন পর তিনি ওই ছাত্রীকে বাড়ির সামনে রেখে চলে যান।

 

এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন