শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এদিন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ৯ জন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৯ জন এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-১, ময়মনসিংহ-২ ও ময়মনসিংহ-৩ এই তিনটি আসনে মোট পাঁচ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী রাশিদুল হকের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় বিচারাধীন মামলার তথ্য উল্লেখ না করা এবং ঋণখেলাপির তথ্য পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকের মনোনয়ন বাতিল করা হয় চালানের মূল কপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায়। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় নেজামে ইসলাম পার্টির প্রার্থী আবু তাহের খানের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে হলফনামায় সম্পদের বিবরণী দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল ইসলামের মনোনয়নও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·