শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার এবং অটোরিকশার চালক ও আরও ৪ যাত্রী। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় স্থানীয়রা। সেখানে অটোচালক আলম মারা যান।
আরও পড়ুন: নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, তাদের মরদেহ থানায় রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।